গাইবান্ধা সদর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত

820

Published on মার্চ 30, 2022
  • Details Image

গাইবান্ধা সদর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল গতকাল মঙ্গলবার স্থানীয় শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।

কাউন্সিলের উদ্বোধক ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সৈয়দ শামস-উল-আলম হীরু। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক। কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক।

সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি রেজাউল করিম রেজা ও সাধারণ সম্পাদক আমিনুর জামান রিংকুর সঞ্চালনায় বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি, আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য সাবেক এমপি অ্যাডঃ হোসনে আরা লুৎফা ডালিয়া, কেন্দ্রীয় সদস্য অ্যাডঃ সফুরা বেগম রুমি প্রমুখ।

প্রধান অতিথি আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক বলেন, বিএনপি ও জামায়াত জোট সরকার ক্ষমতায় গিয়ে দুর্নীতি, টেন্ডারবাজি, ধর্ষণ, দুর্নীতি ও লুটপাট করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের অগ্রযাত্রার কারণে যোগাযোগ, বিদ্যুৎ ক্ষেত্রসহ বিভিন্ন সেক্টরের ব্যাপক উন্নয়ন করেছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছেলে তারেক রহমান টেন্ডারবাজি ও দুর্নীতির সাথে জড়িত ছিল। অন্যদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল অটিজম ও প্রতিবন্ধীসহ বিভিন্ন সেক্টরে ভুমিকা রাখায় প্রশংসা কুড়িয়েছেন।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত