479
Published on মার্চ 30, 2022কুষ্টিয়ার খোকসা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে এসএম ইমরান হোসেনকে সভাপতি ও তাজবীর আহম্মেদ রাজাকে সাধারণ সম্পদক করে কমিটি ঘোষনা করা হয়।
মঙ্গলবার বিকালে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ চত্বরের আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কুষ্টিয়া জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আক্তারুজ্জামান লাবু। প্রধান অতিথি ছিলেন নির্মল কুমার চ্যাটার্জী।
খোকসা-কুমারখালী কুষ্টিয়া ৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ সন্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন পর্যায়ের সৈয়দ নাসির উদ্দিন, খায়রুল হাসান জুয়েল, আব্দুল্লাহ আল সায়েম, ছাইফুর রহমান ছিন্টু, এ্যাড: শেখ হাসান মেহেদী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আখতার প্রমুখ।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনের দ্বিতীয় পরে এসএম ইমরান হোসেনকে সভাপতি ও তাজবীর আহম্মেদ রাজাকে সাধারণ সম্পদক করে কমিটি ঘোষনা করা হয়। আগামী ১৫ দিনের মধ্যে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের এই কমিটি ৭১ সদস্যের পূনাঙ্গ কমিটি গঠন করতে নির্দেশ দেন জেলা কমিটির নেতারা।