বগুড়া জেলা কাহালু উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

780

Published on মার্চ 29, 2022
  • Details Image

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে অন্ধকার পথ পেরিয়ে আলোর পথে বাংলাদেশ। বাংলাদেশ আজ অভূতপূর্ব উন্নয়ন করেছে সফল রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা। সকল বাধা বিপত্তি উপেক্ষা করে গণতন্ত্রের ধারা অব্যাহত রেখেছে দেশরত্ন শেখ হাসিনা।

তিনি আরো বলেন, বিএনপি-জামাত দেশের স্বাধীনতার মূল্যবোধ ও স্বাধীনতার ইতিহাসকে কলঙ্কিত করেছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের স্বাধীনতার ঘোষণা পত্রপাঠ করেছে। আর 'জয় বাংলা' আমাদের মহান মুক্তিযুদ্ধের স্লোগান। সম্মেলনে আগত নেতাকর্মীদের উদ্দেশ্যে এসএম কামাল হোসেন বলেন সংগঠন করতে হলে অবশ্যই দলের গঠনতন্ত্র ও  শৃঙ্খলা মেনে চলতে হবে। নেতাকর্মীদের কর্মকাণ্ডের উপরই দলের সম্মান ও জনপ্রিয়তা নির্ভর করে। তাই সকল প্রকার ওঅসাংগঠনিক কর্মকাণ্ড থেকে সকলকে বিরত থেকে তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করতে হবে।

তিনি মঙ্গলবার সকাল ১১ টায় বগুড়া জেলা কাহালু উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন কবিরাজ এর সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনু, সম্মেলনের প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের সদস্য সৈয়দ আব্দুল আউয়াল শামীম।

আরো বক্তব্য রাখেন আসাদুর রহমান দুলু, মনসুর রহমান মুন্নু, অধ্যক্ষ শাহাদত আলম ঝুনু, আব্দুল্লাহ আল রাজি জুয়েল, নাসরিন রহমান সিমা, মাশরাফি হিরো, আনোয়ার পারভেজ রুবন, রুহুল আমিন তারিক, খালেকুজ্জামান রাজা, অধ্যক্ষ আহসানুল হক, তৌহিদুল করিম কল্লোল, আলমগীর হোসেন স্বপন, কাহালু উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মান্নান সম্মেলনে সঞ্চালনা করেন।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সকল প্রার্থীদের সাথে আলোচনা সাপেক্ষে আংশিক ২২ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন প্রধান অতিথি এসএম কামাল হোসেন।

 

সভাপতি হেলাল উদ্দিন কবিরাজ, সহ-সভাপতি আব্দুল হাকিম, কামাল উদ্দিন কবিরাজ আব্দুল হান্নান, বদরুজ্জামান খান, মানিক উদ্দিন কবিরাজ, এডভোকেট আনোয়ার হোসেন পায়েল, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক তানসেন মনসুর রহমান, মোঃ সাইফুল ইসলাম, মোঃ শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মিঠু চৌধুরী, পঙ্কজ মুখার্জি, হুমায়ুন কবির, প্রচার সম্পাদক রুহুল আমিন রুহুল, আইন সম্পাদক এডভোকেট মামুন হোসেন, নির্বাহী সদস্য মনসুর রহমান মুন্নু, নাসরিন রহমান সীমা, রুহুল মমিন তারিক, অধ্যক্ষ আহসানুল হক, তৌহিদুল করিম কল্লোল, মশিউর রহমান মন্টি।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত