917
Published on মার্চ 29, 2022রাজশাহীতে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় নগরীর কাজীহাটা গ্র্যান্ড রিভারভিউ হোটেলের পদ্মা হল রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জননেতা এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
প্রধান অতিথির বক্তব্যে রাসিক মেয়র মহোদয় বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে সামাজিক আন্দোলন গড়ে তোলার কোন বিকল্প নেই। সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নের উদ্যোগটি অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। এক্ষেত্রে জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, মাদ্রকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সহ সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে তাদেরকে ক্রীড়ামুখী করার পাশাপাশি অভিভাবকদের সচেতন থাকতে হবে।
রাজশাহী বিভাগীয় কমিশনার জনাব জিএসএম জাফরউল্লাহর সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে স্বরাষ্ট মন্ত্রণালয় সুরক্ষা সেবা বিভাগের সচিব জনাব মোঃ মোকাব্বির হোসেন, সম্মানিত অতিথি হিসেবে রাজশাহী রেঞ্জের ডিআইজি জনাব মোঃ আব্দুল বাতেন ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার জনাব মোঃ আবু কালাম সিদ্দিক বক্তব্য দেন। স্বাগত বক্তব্য দেন মাদ্রকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আব্দুস সবুর মন্ডল। কর্মশালায় রাজশাহী অতিরিক্ত বিভাগীয় কমিশনার সার্বিক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মোঃ জিয়াউল হক, রাজশাহী বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মোঃ ফজলুর রহমান এ সময় উপস্থিত ছিলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সুরক্ষা সেবা বিভাগের উদ্যোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয় এ কর্মশালার আয়োজন করে।