বরিশাল উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

722

Published on মার্চ 28, 2022
  • Details Image

ব্যাপক আয়োজনে উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৮ মার্চ সোমবার শিকারপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আ: রহিম মাষ্টারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এ্যাড. তালুকদার মো: ইউনুস।

অনুষ্ঠান উদ্বোধন করেন উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য এস.এম জামাল হোসেন, বিশেষ অতিথির বক্তৃতা করেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি ও বরিশাল-২ আসনের সংসদ সদস্য মো: শাহে আলম। 

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মো: আনিচুর রহমান, তথ্য ও গবেষনা উপকমিটির সদস্য নজরুল ইসলাম শাহীন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আ: মজিদ সিকদার বাচ্চু, প্রধান বক্তা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো: গিয়াস উদ্দিন বেপারী, শিকারপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মো: যুবায়ের মিঞার সঞ্চালনায় আরো বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল, এ্যাড. সালাউদ্দিন শিপু, এ্যাড. শহিদুল ইসলাম, শিকারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মাঝি, শিকারপুর ইউপি চেয়ারম্যান মো: ছরোয়ার হোসেন প্রমূখ।

প্রথম অধিবেশন শেষে বিকাল ৪টায় দ্বিতীয় অধিবেশনে শিকারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পদে আ: রহিম মাষ্টার ও মো: নজরুল ইসলাম মাঝির নাম প্রস্তাব হয়। সাধারণ সম্পাদক পদে আবুল কালাম সরদার, আমিরুল ইসলাম দুলাল ডাকুয়া, মো: মাহাবুব ইসলাম বাদল ও আমিরুল ইসলাম রিয়াজের নাম প্রস্তাব করা হয়।

উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো: গিয়াস উদ্দিন বেপারী জানান, শিকারপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে ওয়ার্ড ও ইউনিয়ন আওয়ামী লীগের কাউন্সিলরদের উপস্থিতিতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রস্তাব গ্রহন করা হয়। সভাপতি পদে ২জন ও সাধারণ সম্পাদক পদে ৪ জনের নাম প্রস্তাব হয়। তবে পরবর্তীতে কমিটি ঘোষনা করা হবে।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত