চাঁদপুরে কেন্দ্রীয় ছাত্রলীগের শিক্ষা সফর ও শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

2091

Published on মার্চ 28, 2022
  • Details Image

চাঁদপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের নিয়ে শিক্ষা সফর ও শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে ছাত্রলীগ। একই সাথে বাংলাদেশ ছাত্রলীগের উদ্যোগে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা বিস্তারের লক্ষ্যে ‘শেখ রাসেলের পাঠশালা’ কার্যক্রম চালুকরণের অংশ হিসেবে পথশিশুদের নিয়ে ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দ চাঁদপুরে শেখ রাসেলের পাঠশালার উদ্বোধন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জীবন নির্ভর পাপেট শো ‘এক খোকার গল্প’ প্রদর্শন ও শিশুদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

সোমবার (২৮ মার্চ) দিনের শুরুতেই বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের নেতৃত্বে কেন্দ্রীয় নির্বাহী সংসদের নেতৃবৃন্দ সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে লঞ্চ যোগে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হয়। দুপুর একটার দিকে চাঁদপুরে পূর্ব নির্ধারিত স্থানে পাঁচ শতাধিক স্কুল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ (খাতা, কলম) বিতরণ করা হয়।

এ সময় শিক্ষা বিস্তার ও শিশু কিশোরদের আনন্দ-বিনোদন মুখর শিক্ষা পরিবেশে মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তুলতে ছাত্রলীগের স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক পুতুল চন্দ্র রায়ের তত্ত্বাবধানে ‘কাকতাড়ুয়া পাপেট থিয়েটার’ পাপেট শো এর মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর কনিষ্ঠ সন্তান শেখ রাসেলের জীবন নির্ভর ‘এক খোকা'র গল্প’র প্রদর্শন করে।

এ বিষয়ে বাংলাদেশ ছাত্রলীগের স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক পুতুল চন্দ্র রায় বলেন, ‘সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শিক্ষার আলোর প্রসারে সারা দেশব্যাপী শেখ রাসেলের পাঠশালা পরিচালনা করা হবে। আজকে পাপেট শো এর মাধ্যমে শিশুরা জানতে পেরেছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর কনিষ্ঠ সন্তান শেখ রাসেল এর কথা। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন শিশুদের জানানো ও শিশুদের সোনার বাংলা তৈরীতে প্রত্যয়ী করে গড়ে তোলার প্রচেষ্টা ছিল উক্ত উপস্থাপনায়। দেশের সু নাগরিক হিসেবে দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে শিশুদের সচেতন করার প্রচেষ্টা ছিল গল্পের মাধ্যমে।’

Live TV

আপনার জন্য প্রস্তাবিত