645
Published on মার্চ 28, 2022সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সফল করার লক্ষ্যে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (২৭ মার্চ) ১২টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সুনামগঞ্জ-১ আসনের সংসদ ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন’র সভাপতিত্বে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিসের সঞ্চালনায় গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক হায়দার চৌধুরী লিটন, সাংগঠনিক সম্পাদক বাবু শংকর চন্দ্র দাস, সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আব্দুল করিম, কৃষি ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক বাবু করুণা সিন্ধু চৌধুরী বাবুল, জেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা যুবলীগের যুগ্য আহ্বায়ক আসাদুজ্জামান সেন্টু, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা রফিকুল ইসলাম চৌধুরী, বাবু মনিন্দ্র ঢন্দ্র তালুকদার,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট আব্দুল হাই তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমেদ মুরাদ, সাবেক ছাত্রনেতা ও জয়শ্রী ইউনিয়নের চেয়ারম্যান বাবু সঞ্জয় রায় চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান,দপ্তর সম্পাদক আজহারুল ইসলাম দিদার, সদর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জোবায়ের পাশা হিমু, সদর ইউনিয়নে সভাপতি এডভোকেট আরফান আলী, পাইকুরাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো: গোলাম মোস্তফা, সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নে সভাপতি আলমগীর কবির, জয়স্রী ইউনিয়নের সভাপতি বাবু মাধব চন্দ্র সরকার, সেলবরষ ইউনিয়নের সাধারণ সম্পাদক, বেনুয়ার খান পাঠান, সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নে সাধারণ সম্পাদক রফিকুল বারি বাচ্চু উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন, যুবলীগের সাধারণ সম্পাদক এড ইকরাম হোসেন, ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসেন প্রমুখ।
বক্তারা আগামী উপজেলা সম্মেলনকে সাফল্য করার জন্য বিভিন্ন দিক তুলে ধরে।