ঝালকাঠি জেলা আওয়ামী লীগ এর উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

544

Published on মার্চ 27, 2022
  • Details Image

২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বাংলাদেশ আওয়ামী লীগ ঝালকাঠি জেলা শাখা দিবসটি উপলক্ষে ব্যাপক কর্মসূচি পালন করে। সূর্যোদয়ের সাথে সাথে টাউন হলস্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

সকাল ৭ টায় জেলা আওয়ামী লীগ এবং সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়ে স্বাধীনতা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক এডভোকেট খান সাইফুল্লাহ পনির।

সকাল ৮ টায় দলীয় কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা আওয়ামী লীগ এবং সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এরপর টাউন হল চত্বরে সকাল ৯টায় দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।জেলা আওয়ামী লীগ এর সভাপতি আলহাজ্ব সরদার মোঃ শাহ আলম এর সভাপতিত্বে এবং প্রচার সম্পাদক এডভোকেট এস আলম খান কামাল এর সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত থেকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝালকাঠি ২ আসনের মাননীয় সাংসদ আলহাজ্ব আমির হোসেন আমু।

প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ এর বিপ্লবী সাধারণ সম্পাদক এডভোকেট খান সাইফুল্লাহ পনির।

অন্যান্যর মধ্যে আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ এর সহ সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগ এর সভাপতি আব্দুর রশীদ হাপলাদার,পৌর আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন, জেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম জাকির, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ মধু।

বিকাল ৪টায় রাজাপুর উপজেলা আওয়ামী লীগ এর উদ্যোগে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন (ভার্চ্যুয়ালি)ঝালকাঠি ২ আসনের মাননীয় সাংসদ আলহাজ্ব আমির হোসেন আমু, বিশেষ অতিথি এবং প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক এডভোকেট খান সাইফুল্লাহ পনির।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত