1079
Published on মার্চ 27, 2022শনিবার (২৬শে মার্চ) মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ও চট্টগ্রাম শহীদ মিনারে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন তপু ও সাধারণ সম্পাদক মুহাম্মদ রেজাউল করিমের নেতৃত্বে জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করে।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সকল স্তরের নেতৃবৃন্দ।
চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগ এর সভাপতি তানভীর হোসেন তপু বলেন,,বঙ্গবন্ধু মানে বাংলাদেশ। তার আত্মত্যাগ আর বলিষ্ঠ নেতৃত্বে জাতি পেয়েছে স্বাধীন দেশ। বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সমাপ্ত করছেন তার কন্যা জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে।তার নেতৃত্বে আমরা উন্নত দেশের মর্যাদা অর্জন করব।
চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগ এর সাধারণ সম্পাদক মুহাম্মদ রেজাউল করিম বলেন,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু একটি নাম নয়। একটি ইতিহাস। এই বাংলাদেশে দল-মত নির্বিশেষে তিনি সবার শ্রদ্ধা ও ভালোবাসার এক প্রস্ফুটিত গোলাপ।যার বলিষ্ঠ নেতৃত্বে জাতি পেয়েছে স্বাধীন দেশ।বঙ্গবন্ধুর দেয়া স্বাধীনতার সম্মান অক্ষুন রাখতে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আমরা চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগ কাজ করে যাবো।
 
                             
                             
                             
                             
                             
                             
                             
                             
                            