যথাযোগ্য মর্যাদায় কুড়িগ্রামে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

564

Published on মার্চ 27, 2022
  • Details Image

সারাদেশের ন্যায় কুড়িগ্রামেও যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সুর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে এ দিবসের শুভ সূচনা করা হয়।

এরপর জেলা প্রশাসন আয়োজিত স্বাধীনতা দিবস উদযাপনের অনুষ্ঠানে সকাল ৬টায় শহরের কলেজ মোড়স্থ স্বাধীনতার বিজয়স্ত্মম্ভে পর্যায়ক্রমে জেলা প্রশাসন,জেলা পুলিশ প্রশাসন,জেলা আওয়ামী লীগ ও কুড়িগ্রাম প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন স্বাধীনতার বীর শহিদদের প্রতি পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা, ডিডি এলজি মোছা: জিলুফা সুলতানা,অতিরিক্ত পুলিশ সুপার মো:রহুল আমীন, জেলা পরিষদ চেয়ারম্যান মো:জাফর আলী, সদর উপজেলা চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু, সদর উপজেলা নির্বাহী অফিসার মো:রাশেদুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি রাজু মোস্ত্মাফিজ, সহ-সভাপতি খন্দকার একরামুল হক সম্রাট, সাধারণ সম্পাদক আব্দুল খালেক ফারুক, খন্দকার মাহফুজ টিউটর, জেলা পরিষদ সদস্য মোঃ একরামুল হক বুলবুল, মাহাবুবা বেগম প্রমুখ।এর আগে সকালে জেলা আওয়ামী লীগ আয়োজিত কেন্দ্রীয় শাপলা মোড়ে আওয়ামী লীগ অফিস ও জেলা পরিষদের সামনে জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি মো:জাফর আলী ও প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদুল ইসলামের নেতৃত্বে জাতীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্র্পণ করা হয়।

দিবসটি উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও কলেজ মোড়স্থ শেখ রাসেল অডিটরিয়ামে জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের সংবর্ধণা ও ক্রেষ্ট প্রদান করা হয়।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত