771
Published on মার্চ 26, 2022রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সাংসদ আলহাজ্ব মোঃ আব্দুল ওয়াদুদ দারা'র নেতৃত্বে এবং পরিচালনায় সকাল ১১.০০ টায় রাজশাহী কলেজে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আবক্ষ প্রতিকৃতিতে জেলা আওয়ামী লীগ সহ সর্বস্তরের আওয়ামী লীগ ও আওয়ামী লীগের সর্বস্তরের সকল সহযোগী এবং ভাতৃপ্রতীম সংগঠনের নেতা-কর্মী-সমর্থকবৃন্দ সহযোগে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়।
অতঃপর রাজশাহী কলেজেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আবক্ষ প্রতিকৃতির পাদদেশে বক্তৃতা-আলোচনা এবং দোয়া/প্রার্থনা সহ ১(এক) মিনিট নিরবতা পালন করা হয়। সকালে সূর্যোদয় অন্তে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং দিনব্যাপী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষন প্রচার সহ দেশাত্মবোধক গান প্রচার করা হয়।
নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. মোঃ শরিফুল ইসলাম শরিফ এবং মোঃ জাকিরুল ইসলাম সান্টু, সাংগঠনিক সম্পাদক এ.কে.এম আসাদুজ্জামান আসাদ, এ্যাড. মোঃ আব্দুস সামাদ এবং মোঃ আলফোর রহমান, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক প্রফেসর ডাঃ চিন্ময় কান্তি দাস, দপ্তর সম্পাদক প্রদ্যুৎ কুমার সরকার, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. মোঃ এজাজুল হক মানু, মহিলা বিষয়ক সম্পাদক এ্যাড. পূর্ণিমা ভট্টাচার্য্য, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক মোঃ মাহবুব-উল-আলম মুক্তি, শ্রম বিষয়ক সম্পাদক মোঃ মাহবুবুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ রেজওয়ানুল হক পিনু মোল্লা, উপ-দপ্তর সম্পাদক মোঃ আব্দুল মান্নান, জেলা আওয়ামী লীগের সদস্যমন্ডলীর মধ্যে উপস্থিত ছিলেন অধ্যক্ষ(অবঃ) আ.ন.ম মনিরুল ইসলাম তাজুল, মোসাঃ মর্জিনা পারভীন, মোঃ আব্দুর রাজ্জাক, এ্যাড. নাসরিন আক্তার মিতা এবং মোঃ রোকোনুজ্জামান রিন্টু সহ আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সকল সহযোগী ও ভাতৃপ্রতীম সংগঠনের সর্বস্তরের সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ সাবেক ও বিদ্যমান কমিটি সমূহের নেতা-কর্মী-সমর্থকবৃন্দ এবং দলীয় সমর্থন ও মনোনয়নে নির্বাচিত সর্বস্তরের জনপ্রতিনিধিবৃন্দ।