মহান স্বাধীনতা দিবসে বগুড়া জেলা আওয়ামী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত

604

Published on মার্চ 26, 2022
  • Details Image

বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু বলেছেন ২৫ শে মার্চ কাল রাত্রিতে পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙ্গালীদের নির্বিচারে গণহত্যার' শুরু করে। ২৬ মার্চ প্রথম প্রহরে বাঙালির জাতির অবিসংবাদিত নেতা, রাজনীতির প্রাণপুরুষ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। বঙ্গবন্ধু আহবানে সাড়া দিয়ে সর্বস্তরের জনগণ আবাল-বৃদ্ধ, দল-মত জাতি-ধর্ম-বর্ণনির্বিশেষে ঐক্যবদ্ধভাবে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। বঙ্গবন্ধুর প্রত্যক্ষ নির্দেশে ও আওয়ামী লীগের নেতৃত্বে ৯ মাস সশস্ত্র মুক্তিযুদ্ধে লাখো লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের এই স্বাধীনতা। বিশ্বের দরবারে স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশের অভ্যুদয় ঘটে। বঙ্গবন্ধু মানে বাংলাদেশ। বঙ্গবন্ধুর স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়ন ও বাংলাদেশের উন্নয়নের রূপকার তাঁরই সুযোগ্য কন্যা সফল রাষ্ট্রনায়ক দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা। পদ্মা সেতু, আধুনিক সাবমেরিন, বঙ্গবন্ধু টানেল, কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র, সুপার এক্সপ্রেস ওয়ে, আশ্রায়ন প্রকল্প, মডেল মসজিদ, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, মেট্রোরেল, পায়রা সেতু, পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র, বঙ্গবন্ধু স্যাটেলাইট, কমিউনিটি ক্লিনিক, শিক্ষা ব্যবস্থার উন্নতি, সমুদ্র বিজয়, বঙ্গবন্ধু সুযোগ্য কন্যা শেখ হাসিনার সাহসীও দূরদর্শী নেতৃত্বে কারণে দেশে এতোবড় বড় মেগা প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। স্বাধীনতা অর্জনই বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন ও উন্নত বাংলাদেশ বিনির্মাণের প্রেরণা যোগায়।

তিনি আজ (২৬/৩/২২)শনিবার বগুড়া জেলা আওয়ামী লীগ আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের কর্মসূচিতে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু।

কর্মসূচিতে আরো বক্তব্য রাখেন ডঃ মকবুল হোসেন, এডভোকেট আব্দুল মতিন, আবুল কালাম আজাদ, অ্যাডভোকেট মকবুল হোসেন মুকুল, অ্যাডভোকেট রেজাউল করিম মন্টু, প্রদীপ কুমার রায়, একেএম আসাদুর রহমান দুলু, সাগর কুমার রায়, অ্যাডভোকেট তবিবুর রহমান তবি, এডভোকেট জাকির হোসেন নবাব, অধ্যক্ষ শাহাদাত আলম ঝুনু, আব্দুল্লাহ আল-রাজী জুয়েল,  অ্যাডভোকেট শফিকুল ইসলাম আক্কাস,  নাসরিন রহমান সিমা,বীর মুক্তিযোদ্ধা আনিসুজ্জামান মিন্টু, মাশরাফি হিরো, আনোয়ার পারভেজ রুবন, রুহুল মমিন তারিক, এসএম শাহজাহান, খালেকুজ্জামান রাজা, আবু সেলিম, এম এ বাসেদ, এডভোকেট নারেশ মুখার্জী,  অধ্যক্ষ খাদিজা খাতুন শেফালী, আবু সুফিয়ান শফিক, হেফাজত আরা মীরা,  ওবায়দুল হাসান ববি, মাহফুজুল ইসলাম রাজ, অধ্যক্ষ শহিদুল ইসলাম দুলু, অ্যাডভোকেট শফিকুল ইসলাম নাফরু,অধ্যক্ষ আহসানুল হক, তৌহিদুল করিম কল্লোল, সাইফুল ইসলাম বুলবুল, আব্দুস সালাম, কামরুল মোরশেদ আপেল, আলমগীর বাদশা, শুভাশিস পোদ্দার লিটন, সাজেদুর রহমান শাহিন,  এডভোকেট লাইজিন আরা লিনা, আমিনুল ইসলাম ডাবলু, জুলফিকার রহমান শান্ত, রুমানা আজিজ রিংকি, আলমগীর হোসেন স্বপন,   ডালিয়া নাসরিন রিক্তা, নাইমুর রাজ্জাক তিতাস, রাশেদুজ্জামান রাজন প্রমুখ। এর আগে সকাল ৮ টায় কর্মসূচিতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন ও দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত