744
Published on মার্চ 26, 2022২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করেছে কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগ। এর মধ্যে রয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা।
শনিবার নগরীর রামঘাট দলীয় কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালিত হয়। এতে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা যুবলীগের আতিকুর রহমান খাঁন পিন্টু, গাজী মনির, সাইফুল ইসলাম সুমন, এয়ার আহম্মদ সেলিম, ইমতিয়াজ হাবীব, শওকত আকবর জুয়েল, নাজমুল হক, মেহেদি হাসান শরীফ, আসাদুজ্জামান লিটন, মোহাম্মদ সোহেল আজমসহ আরও অনেকে।
দক্ষিণ জেলা যুবলীগের আতিকুর রহমান খাঁন পিন্টু বলেন, ‘বঙ্গবন্ধু মানে বাংলাদেশ। তার আত্মত্যাগ আর বলিষ্ঠ নেতৃত্বে জাতি পেয়েছে স্বাধীন দেশ। বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সমাপ্ত করছেন তার কন্যা জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। তার নেতৃত্বে আমরা উন্নত দেশের মর্যাদা অর্জন করব।’