597
Published on মার্চ 26, 2022গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন কেন্দ্রীয় আওয়ামী লীগ। শনিবার বেলা সাড়ে ১১টায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান এমপির নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান তারা।
পরে তারা ফাতেহা পাঠ, জাতির পিতাসহ ১৯৭৫ সালে তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাহফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।
এ সময় কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান, সিনিয়র সদস্য আবুল হাসনাত আব্দুল্লাহ এমপি, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, শ্রম ও জনশক্তিবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন নাহার চাঁপা প্রমুখ উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদনের পর মুহাম্মদ ফারুক খান এমপি বলেন, ‘বিএনপি এখনো নির্বাচন কমিশনের সংলাপে অংশ নেয়নি এবং বলছে তারা এই প্রক্রিয়ার সঙ্গে নেই। তাই বলাই যায় বিএনপি একটি গণতান্ত্রিক দল নয়। শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার আগামী জাতীয় নির্বাচন হোক বা যে কোনো কর্মসূচি হোক সুচারুরূপে পালন করার জন্য যথাযথভাবে দায়িত্ব পালন করে যাবে।