1005
Published on মার্চ 26, 2022বাংলাদেশ আওয়ামী লীগ হিজলা উপজেলা শাখা কতৃক আয়োজিত র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হিজলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ টিপু।
এছাড়া উপস্থিত ছিলেন- হিজলা উপজেলা আওয়ামী লীগের সিনিঃ সহ- সভাপতি আলহাজ্ব মোঃ এনায়েত হোসেন হাওলাদার, অধ্যক্ষ মোঃ ইসমাইল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ মাহমুদ দিপু সিকদার, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ আব্দুল লতিফ খাঁন এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা অনুষ্ঠানের আগে উপজেলা আওয়ামী লীগ র্যালি করে উপজেলা চত্ত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায়। আলোচনা সভায় সভাপতি টিপু সুলতান বলেন, অনেক কষ্টে অর্জিত আমাদের এই স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। বঙ্গবন্ধুর দেয়া স্বাধীনতার সম্মান অক্ষুন রাখতে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আমরা অতীতের ন্যায় একসাথে কাজ করে যাবো।