579
Published on মার্চ 26, 2022দিনাজপুরের খানসামা উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ মার্চ) রাতে উপজেলার খামার বিষ্ণুগঞ্জে এলাকায় স্থানীয় সাংসদের নিজ গ্রামের বাসায় উপজেলা আওয়ামী লীগের আয়োজন বর্ধিত সভাটি অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও আংগারপাড়া ইউপি চেয়ারম্যান মোস্তফা আহমেদ শাহয়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়নের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সাংসদ আবুল হাসান মাহমুদ আলী।
এসময় বক্তব্য রাখেন উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড শাখা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।