1092
Published on মার্চ 24, 2022জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সেজ বোন সাবেক মন্ত্রী শহীদ আবদুর রব সেরনিয়াবাতের সহধর্মিণী, বর্ষীয়ান জননেতা আবুল হাসানাত আবদুল্লাহ এমপি’র মাতা ও বাাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ এর নানি শেখ আমেনা বেগম এর ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ ২৪ মার্চ, সকাল ৮:৪৫ মিনিটে বনানী কবরস্থানে শ্রদ্ধার্ঘ্য নিবেদন, ফাতেহা পাঠ, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে অসহায় দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। মিলাদ ও দোয়া মাহফিল পূর্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিলের সঞ্চালনায় অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ বলেন-আমার নানি বঙ্গবন্ধুর সেজ বোন শেখ আমেনা বেগম ছিলেন অত্যন্ত সহজ-সরল মানুষ। তিনি ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকের বুলেটে আহত হয়েছিলেন এবং শরীরে গুলি নিয়েই বেঁচে ছিলেন। তিনি হারিয়েছিলেন স্বামী, পুত্র সন্তান ১ নাতনীকে। মৃত্যুর আগ পর্যন্ত তিনি সেই যন্ত্রণা বয়ে বেড়িয়েছেন। বাবা-মাকে হারিয়ে আমাদের এতিম দুই ভাইকে তিনিই মানুষ করেছেন।
এসময় উপস্থিত ছিলেন-প্রেসিডিয়াম সদস্য এ্যাড. মামুনুর রশীদ, মোঃ রফিকুল ইসলাম, ইঞ্জিনিয়ার মৃনাল কান্তি জোদ্দার, মোঃ আনোয়ার হোসেন, কাজী মোঃ মাজহারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কাজী মোঃ মাজহারুল ইসলাম, মোঃ সোহেল পারভেজ, আবু মুনির মোঃ শহিদুল হক চৌধুরী রাসেল, মশিউর রহমান চপল, ঢাকা মহানগর যুবলীগ উত্তরের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবলু, কেন্দ্রীয় যুবলীগের প্রচার সম্পাদক জয়দেব নন্দী, শিক্ষা প্রশিক্ষণ ও পাঠাগার সম্পাদক ব্যারিস্টার আলী আসিফ খান রাজীব, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন পাভেল, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক মোঃ শামছুল আলম অনিক, উপ-দপ্তর সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন শাহজাদা, উপ-শিক্ষা প্রশিক্ষণ ও পাঠাগার সম্পাদক কাজী খালিদ আল মাহমুদ টুকু, উপ-ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মোঃ আলতাফ হোসেন, উপ-তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক এন আই আহমেদ সৈকত, উপ-ক্রীড় সম্পাদক আবদুর রহমান, উপ-ধর্ম সম্পাদক হরে কৃষ্ণ বৈদ্য, সহ-সম্পাদক আবির মাহমুদ ইমরান, মোঃ আতাউর রহমান উজ্জল, মোঃ আবদুর রহমান জীবন, সামিউল আমিন, মোঃ আলমগীর হোসেন শাহ জয়, মোঃ বাবলুর রহমান বাবলু, হিমেলুর রহমান হিমেল, মোঃ রাশেদুল ইসলাম সাফিন, মোঃ মনিরুজ্জামান পিন্টু, কার্যনির্বাহী সদস্য মোঃ কামরুজ্জামান খান শামীম, মোঃ মোস্তাফিজুর রহমান মাসুদ, আবুল কালাম আজাদ, জি এম গাফফার হোসেন, এ্যাড. কাজী বসির আহমেদ, রাজু আহমেদ ভিপি মিরান, গিয়াস উদ্দিন আজম, ইঞ্জিনিয়ার মোঃ মোক্তার হোসেন চৌধুরী কামাল, ইঞ্জিনিয়ার আবু সাইদ মোঃ হিরো, ইঞ্জিনিয়ার মোঃ আসাদুল্লা তুষার, মোঃ তারিক আল মামুন, এ বি এম আরিফ হোসেন, মোঃ অলিদ হোসেন, মোঃ বজলুর রহমান মীর, ডাঃ মোঃ আওরঙ্গজেব আরু, মোঃ আসাদুজ্জামান সুমন।