জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

559

Published on মার্চ 24, 2022
  • Details Image

ক্ষেতলাল উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে আনোয়ারুজ্জামান তালুকদার নাদিম সভাপতি ও সিরাজুল ইসলাম সরদার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

গতকাল বুধবার ২৩ মার্চ ক্ষেতলাল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ও আ. লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন।

বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন ও বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন। কাউন্সিলের উদ্বোধক ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট।

এছাড়াও উপস্থিত ছিলেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য সামছুল আলম দুদু, জেলা আ. লীগের সম্পাদক জাকির হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সোলাইমান আলী, এ্যাড. নিপেন্দ্রনাথ মন্ডল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রভাষক সুমন কুমার সাহা।

সম্মেলনে সাংগঠনিক রিপোর্ট পেশ করেন সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সরদার।

সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মজিদ মোল্লা, প্রথম অধিবেশ উপস্থাপনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রফিকুল ইসলাম, দ্বিতীয় অধিবেশনে সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন।

উক্ত সম্মেলনে কাউন্সিলার/ডেলিগেটসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত