551
Published on মার্চ 23, 2022সিলেট বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
বর্ধিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বিয়ানীবাজারের দায়িত্বপ্রাপ্ত সমন্বয়ক কবির আহমদ, বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্বাস উদ্দিন, সদস্য আব্দুল হাসিব মনিয়া, মোহাম্মদ জাকির হোসেন ও আব্দুল বারী।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেওয়াস মাকসুদুল ইসলাম আউয়ালের সঞ্চালনায় বর্ধিত সভায় উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আহমদ হোসেন বাবুল, শামসুদ্দিন খান, হারুন হেলাল চৌধুরী, ছালেহ আহমদ বাবুল, আশরাফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশিদ দিপুসহ উপজেলা আওয়ামী লীগের দায়িত্বশীল এবং ইউনিয়ন ও পৌরসভা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক।
বর্ধিত সভায় দ্রুত সময়ের মধ্যে প্রত্যেক ইউনিয়ন বর্ধিত সভার আয়োজন এবং ওয়ার্ড কমিটি গঠনের প্রস্তুতি নেয়ার নির্দেশ প্রদান করা হয়।