চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

712

Published on মার্চ 23, 2022
  • Details Image

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় ‘সাংগঠনিক টিম পূর্ণাঙ্গ করা হবে’ বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন। মঙ্গলবার (২২ মার্চ) দুপুরে নগরের থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভার শুরুতে সংক্ষিপ্ত বক্তব্য এ কথা বলেন।

আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, আজকের সভায় চুলচেরা বিশ্লেষণ করব কীভাবে মহানগর আওয়ামী লীগকে আরও শক্তিশালী করতে পারি।  ইতিমধ্যে ১৫টি থানায় ১৫টি সাংগঠনিক কমিটি হয়েছে। সভায় ১৫ জন সমন্বয়কারীর নাম উপস্থাপনের পর চূড়ান্ত হয়েছে।  আজই সাংগঠনিক টিম পূর্ণাঙ্গ করব।  ওয়ার্ড, ইউনিট ও থানায় কীভাবে সম্মেলন করা হবে তা সাংগঠনিক টিমগুলো উদ্যোগ গ্রহণ করবে।  থানা কমিটিগুলোও ওয়ার্ড ভিত্তিক সাংগঠনিক টিম গঠন করবে।  এরপর ওয়ার্ড, থানা ও ইউনিট সম্মেলন করে নগর আওয়ামী লীগের নতুন সম্মেলন উপহার দেব।

নগর আওয়ামী লীগের সম্মেলন আমরা কীভাবে কোন পদ্ধতিতে কবে নাগাদ করতে পারি এবং সুুষ্ঠু সুন্দর স্বস্তঃস্ফূর্তভাবে সবার অংশগ্রহণে করতে পারি তা ঠিক করতে এ সভায় বসেছেন জানিয়ে জাতীয় সংসদে হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, এ জনপদের আন্দোলনের ইতিহাস অত্যন্ত সমৃদ্ধ।  এখানকার নেতৃবৃন্দ দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন।  আমরা চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ বিষয়ে যে সব সিদ্ধান্ত গ্রহণ করতে চাই তা ঢাকা থেকে চাপিয়ে না দিয়ে উনাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নিতে চাই।

চট্টগ্রামের সমস্যা চট্টগ্রামের নেতৃত্ব খুব ভালো জানেন জানিয়ে চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, উনারা অনেক ত্যাগ সংগ্রামের মধ্য দিয়ে এ পর্যায়ে এসেছেন। এই নেতৃবৃন্দের নেতৃত্বে নগর আওয়ামী লীগে নতুন প্রাণের সঞ্চার হবে।  চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ যত সমৃদ্ধ হবে এর সুবাতাস দক্ষিণ চট্টগ্রাম, উত্তর চট্টগ্রাম, কক্সবাজারসহ পার্শ্ববর্তী এলাকাগুলোতে ছড়িয়ে যাবে।

মঙ্গলবার সকালে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ আয়োজিত বর্ধিত সভা থিয়েটার ইনস্টিটিউট অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সভায় বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ চৌধুরী স্বপন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী আবদুস ছবুর, ধর্ম বিষয়ক সম্পাদক সিরাজুল মোস্তফা, অর্থ ও পরিকল্পনা সম্পাদক ওয়াসিকা আয়েশা খান, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিনসহ মহানগর আওয়ামী লীগের কার্য-নির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত