পঞ্চগড় জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

631

Published on মার্চ 22, 2022
  • Details Image

পঞ্চগড় জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি হিসেবে নূরুল ইসলাম ও সাধারণ সম্পাদক হিসেবে আনোয়ার সাদাত আবার নির্বাচিত হয়েছেন। একই সঙ্গে জ্যেষ্ঠ সহ-সভাপতি হিসেবে মজাহারুল হক প্রধানকে আবার নির্বাচিত করা হয়েছে।

রোববার বিকেলে পঞ্চগড় চিনিকল মাঠে দ্বিতীয় অধিবেশনে আলোচনার ভিত্তিতে সভাপতি, সম্পাদক ও জ্যেষ্ঠ সহ-সভাপতির নাম ঘোষণা করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ।

নূরুল ইসলাম রেলমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সাংসদ। আনোয়ার সাদাত জেলা পরিষদের চেয়ারম্যান। মজাহারুল হক প্রধান পঞ্চগড়-১ আসনের সাংসদ।

সম্মেলনের প্রথম অধিবেশনে জেলা আওয়ামী লীগের সভাপতি ও রেলপথমন্ত্রী নূরুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সাংসদ রমেশ চন্দ্র সেন। 

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাতের সঞ্চালনায় অন্যদের মধ্যে আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমান, দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া উপস্থিত ছিলেন। সম্মেলনে জেলা আওয়ামী লীগ, জেলার পাঁচটি উপজেলার আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন। বিকেলে সম্মেলনের প্রথম অধিবেশন শেষে জেলা আওয়ামী লীগের আগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শুরু হয়। দ্বিতীয় অধিবেশনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী নেতা–কর্মীদের সঙ্গে আলোচনা সাপেক্ষে সভাপতি, সাধারণ সম্পাদক ও জ্যেষ্ঠ সহ-সভাপতির নাম ঘোষণা করা হয়।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত