665
Published on মার্চ 22, 2022বাগেরহাটের রামপাল উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম বৃদ্ধির লক্ষ্যে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ মার্চ ২০২২) সকাল ১১.০০ টায় রামপাল উপজেলা অডিটোরিয়াম এ বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
রামপাল উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল ওহাব’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সেখ মোয়াজ্জেম হোসেন’র সঞ্চালনায় বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আলহাজ্ব তালুকদার আ: খালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড: ভুঁইয়া হেমায়েত উদ্দিন, বাগেরহাট জেলা আইনজীবী সমিতির সভাপতি ড: এ.কে আজাদ ফিরোজ টিপু।
বর্ধিত সভায় বক্তব্য রাখেন রামপাল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ নূরুল হক লিপন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ হোসনেয়ারা মিলি, মল্লিকেরবেড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তালুকদার নাজমুল কবীর ঝিলাম, বাইনতলা ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল্লাহ ফকির, গৌরম্ভা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব গাজী গিয়াস উদ্দিন, উজলকুড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গাজী আক্তারুজ্জামান, হুড়কা ইউপি চেয়ারম্যান তপন কুমার গোলদার, রামপাল সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আরাফাত হোসেন কচি, বাঁশতলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাওলাদার আবু তালেব, মল্লিকেরবের ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মজিবর রহমান, পেড়িখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, আওয়ামীলীগ নেতা নিরঞ্জন কুমার, নিখিল রঞ্জন, রামপাল উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সরদার বোরহান উদ্দিন, রামপাল উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ হাফিজুর রহমান, উপজেলা শ্রমিক লীগের সভাপতি আশরাফুল আজম আকুঞ্জি।
বর্ধিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক মোল্লা আঃ রউফ, জেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব শেখ মোঃ আবু সাঈদ, রামপাল উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ মোজাফফর হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ (অবঃ) মোতাহার রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ হামীম নূরী, ইউপি চেয়ারম্যান শেখ মোঃ মোস্তাফিজুর রহমান সোহেল, তরফদার মাহফুজুল হক টুকু, হাওলাদার রফিকুল বাবুল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাওলাদার হাফিজুর রহমান, তালুকদার সাব্বির হোসেন, মোঃ নাসির উদ্দীন, মোঃ রাজিব সরদার, মুন্সি বোরহান উদ্দিন জেড, মোসাঃ সুলতানা পারভীন (ময়না), বাঁশতলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ আলী সহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগ সহ ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।