চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

557

Published on মার্চ 22, 2022
  • Details Image

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বেলা ১১ টার দিকে আলমডাঙ্গা ডিগ্রী কলেজ মাঠে এ সম্মেলনের আয়োজন করা হয়। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। পরে সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি।

উপজলা আওয়ামী লীগের সভাপতি হাসান কাদির গণুর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক। তিনি বলেন, নির্বাচনে নৌকার বিদ্রোহী প্রার্থীদের কোন পদ দেয়া হবে না। দলের জন্য নিবেদিত প্রাণ ও যোগ্য ব্যক্তিদের পদায়ন করা হবে।

বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য পারভীন জামান কল্পনা, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলী আজগার টগর এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন।

পরে বিকেল ৫ টার দিকে দ্বিতীয় অধিবেশনে শুরু হয়। দ্বিতীয় অধিবেশনে আবু মুসাকে সভাপতি ও ইয়াকুব আলী মাষ্টারকে সাধারণ সম্পাদক করে আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের কমিটি ঘোষনা করা হয়। 

Live TV

আপনার জন্য প্রস্তাবিত