খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের তৃণমূল প্রতিনিধি সভা অনুষ্ঠিত

421

Published on মার্চ 22, 2022
  • Details Image

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ পাহাড়ের অবৈধ অস্ত্রধারীদের উদ্দেশ্যে বলেছেন, অস্ত্র দিয়ে পৃথিবীর কোথাও শান্তি প্রতিষ্ঠা করা যায়নি। অস্ত্র পরিহার করে শান্তির পথে ফিরে আসুন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাহাড়ে যে উন্নয়ন করেছে, তা চোখ দিয়ে দেখুন। পার্বত্য এলাকার মানুষের জন্য প্রধানমন্ত্রী সবসময় আন্তরিক। আসুন সবাই মিলে পাহাড়কে শান্তির স্বর্ণযুগ তৈরি করি।

রবিবার দুপুরে খাগড়াছড়িতে জেলা আওয়ামী লীগের তৃণমূল প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় হানিফ বর্তমান আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড- নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু, কর্ণফুলি টানেল, পায়রা সমুদ্র বন্দর, মেট্রোরেলসহ বেশ কয়েকটি মেগা প্রকল্প-বাস্তবায়নের কথা তুলে ধরেন। তিনি বলেন, এসব উন্নয়ন বিএনপি-জামায়াতের চোখে পড়ে না। তারা শুধু ষড়যন্ত্র ও মিথ্যাচার করেন। বর্তমানে দেশের মানুষের আয় বেড়েছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্য কেনার পরও টাকা সঞ্চয় করতে পারছে। 

আওয়ামী লীগের এই যুগ্ম সম্পাদক বিএনপি-জামায়াতকে একই মায়ের সন্তান উল্লেখ করে বলেন, এরা বাংলাদেশের সফলতায় বিশ্বাস করেনা। রাষ্ট্র ক্ষমতায় থাকাকালীন তারা দেশকে পিছিয়ে দিয়েছিলো। এখনও ষড়যন্ত্র করছে। বিএনপির আমলে ২৬ হাজার আওয়ামী লীগ নেতাকর্মী নিহত হয়েছে। খালেদা জিয়ার হাত রক্তে রঞ্জিত মন্তব্য করে হানিফ বলেন, তিনি আজ গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলন করছেন। 

খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরার সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবু সায়ীদ আল মাহমুদ স্বপন এমপি, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক সিরাজুল মোস্তফা এমপি, কেন্দ্রীয় সদস্য দীপংকর তালুকদার, এমপি, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু ও সাংগঠনিক সম্পাদক মো. দিদারুল আলম প্রমুখ।

এর আগে সম্মেলন স্থলে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করেন নেতৃবৃন্দ। জেলা সদরসহ বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে প্রতিনিধি সভায় যোগ দেন। বিকালে আলুটিলার খাস্রাং এ প্রতিনিধি সভার দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। এতে জেলা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন। 

Live TV

আপনার জন্য প্রস্তাবিত