বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী, মুজিবশতবর্ষ ও জাতীয় শিশু দিবসে যুবলীগের শ্রদ্ধা নিবেদন

1044

Published on মার্চ 17, 2022
  • Details Image

পরাধীনতার নিকষ অন্ধকারে নিমজ্জিত বাঙালি জাতির মুক্তির প্রভাকররূপে ১৯২০ সালের ১৭ মার্চ তৎকালীন ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহাকুমার টুঙ্গিপাড়ায় জন্ম নিয়েছিলেন শেখ মুজিব নামের এক উজ্জ্বল নক্ষত্র।

মুজিব মানেই স্বাধীনতা, মুজিব মানেই মুক্তি। শত বছরের নির্যাতিত-নিপীড়িত পরাধীন বাঙালি জাতির মুক্তির জন্য সারাজীবন সংগ্রাম করেছেন বঙ্গবন্ধু। এ দেশের মাটি ও মানুষের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করতে গিয়ে ১৪টি বছর পাকিস্তানের অন্ধপ্রকোষ্ঠে বন্দি থেকেছেন, ২ বার ফাঁসির মঞ্চে মৃত্যুর মুখোমুখি হয়েছেন।

বঙ্গবন্ধুর সাহসী দৃঢ়চেতা, আপোষহীন বীরত্বপূর্ণ নেতৃত্বের কারণে পরাধীনতার শৃঙ্খল ভেঙ্গে জেগে ওঠে নিরস্ত্র বাঙালি জাতি। ঝাপিয়ে পড়ে মুক্তির সংগ্রামে। ২ লক্ষ মা বোনের সম্ভ্রম ও ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে বিশ্বের মানচিত্রে জন্ম হয় বাংলাদেশ নামক স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের।

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী, মুজিবশতবর্ষ ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সকাল ৭:৪৫ মিনিটে, ধানমণ্ডি-৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল এবং দুপুর ১২টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় চির নিদ্রায় শায়িত জাতির পিতার সমাধি সৌধে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজেল শামস্ পরশ।

এছাড়াও বিকাল ৪টায়, শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালি মন্দিরে বাংলাদেশ আওয়ামী যুবলীগের উদ্যোগে হিন্দু সম্প্রদায়ের প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত