473
Published on মার্চ 16, 2022চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ মার্চ) বেলা ১১ টার দিকে দর্শনা ডাকবাংলো চত্বরে ওই সম্মেলনের আয়োজন করা হয়। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। পরে সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি।
উপজলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টুর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক। তিনি তার বক্তব্যে বলেন, ‘দল ও দেশের স্বার্থে কর্মীদের মধ্যে কোন প্রতিহিংসা চলবে না। সকলের মধ্যে প্রতিযোগীতা থাকবে। সু প্রতিযোগীতা। কেউ বেশী মানুষের সমর্থন পাবে, কেউ বেশী দলের জন্য ত্যাগী থাকবে। সু প্রতিযোগীতা স্বাভাবিক। কিন্তু নিজেদের মধ্যে প্রতিহিংসা ধ্বংস ডেকে আনে।
তিনি আরও বলেন, নির্বাচনে নৌকার বিদ্রোহী প্রার্থীদের কোন পদ দেয়া হবে না। দলের জন্য নিবেদিত প্রাণ ও যোগ্য ব্যক্তিদের পদায়ন করা হবে। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য পারভীন জামান কল্পনা এমপি, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলী আজগার টগর এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন।
পরে বিকেল ৫ টার দিকে দ্বিতীয় অধিবেশনে শুরু হয়। দ্বিতীয় অধিবেশনে মাহফুজুর রহমান মনজুকে সভাপতি ও শহিদুল ইসলামকে সাধারণ সম্পাদক করে দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের কমিটি ঘোষনা করা হয়।