596
Published on মার্চ 15, 2022চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে জীবননগর পৌর এলাকার ইক্ষু ক্রয় কেন্দ্রে আয়োজিত সম্মেলন শেষে কমিটি ঘোষণা করা হয়। এতে উপধ্যক্ষ নজরুল ইসলামকে সভাপতি ও আবু মোহাম্মদ আব্দুল লতিফ অমলকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
এর আগে বেলা ১১ টার দিকে শুরু হয় সম্মলেনের আনুষ্ঠানিকতা। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। পরে সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি।
উপজলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোর্তূজার সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক। তিনি বলেন, দল ও দেশের স্বার্থে কর্মীদের মধ্যে কোন প্রতিহিংসা চলবে না। সকলের মধ্যে প্রতিযোগিতা থাকবে। সু প্রতিযোগিতা। কেউ বেশি মানুষের সমর্থন পাবে, কেউ বেশি দলের জন্য ত্যাগী থাকবে। সু প্রতিযোগিতা স্বাভাবিক। কিন্তু নিজেদের মধ্যে প্রতিহিংসা ধ্বংস ডেকে আনে।
বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য পারভীন জামান কল্পনা এমপি, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলী আজগার টগর এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন।