কুমিল্লা দক্ষিণ জেলা বুড়িচং উপজেলা স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

561

Published on মার্চ 15, 2022
  • Details Image

গতকাল ১৪ মার্চ সোমবার কুমিল্লার বুড়িচং উপজেলা স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মোঃ কামাল উদ্দিনের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মোঃ কামরুজ্জামান মিঠুর সঞ্চালনায় বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আবুল হাসেম খান এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাইফ উদ্দিন আহাম্মদ পাপ্পু, সাধারণ সম্পাদক মহসিন রহমান।

অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহ-সভাপতি আবুল হাসেম মেম্বার, হাজী মোঃ আবু তাহের চেয়ারম্যান, জিএম জাকারিয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড.রেজাউল করিম খোকন, যুগ্ম সম্পাদক উপাধ্যক্ষ আলমগীর হোসেন,আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মশিউর রহমান খান, অধ্যক্ষ আবু সালেক মোঃ সেলিম রেজা সৌরভ, উপজেলা ভাইস চেয়ারম্যান ও সাংগঠনিক সম্পাদক মোঃ গোলাম ফারুক, ষোলন ইউপি নব নির্বাচিত চেয়ারম্যান হাজী মোঃ বিল্লাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন বাচ্চু।

আরও উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের গন্থ ও প্রকাশনা বিষয়ক সম্পাদক দেব ব্রত বনিক স্বপন, সুদীপ দত্ত খোকন, কামাল হোসেন, বুড়িচং সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বিষ্ণু কুমার ভট্টাচার্য্য, সাধারণ সম্পাদক মোঃ মাজেদুল ইসলাম মেম্বার, ষোলন ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ সাইফ উদ্দিন মানিক, রাজাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ পারভেজ খান, আওয়ামী লীগ নেতা এরশাদ হোসেন ভূইয়া মেম্বার, যুবলীগ নেতা হিরো মিজান, জহিরুল ইসলাম মুহুরী, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক শামীমুল ইসলাম, মোহাম্মদ আলী, মোঃ রাসেল মিয়া, শাহজালাল শাজু, সিনিয়র সদস্য সোহেল রানা, উপজেলা ছাত্র লীগ নেতা হাসান আহাম্মদ সুমন, কামরুজ্জামান, হাবিবুর রহমান ইমন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সহ অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ।

বর্ধিত সভায় সিদ্ধান্ত হয়, আগামী দুই মাসের মধ্যে উপজেলার সকল ইউনিয়নের কমিটি গঠন সম্পন্ন করে জুলাই মাসে উপজেলার সম্মেলনের মাধ্যমে পূর্নাঙ্গ কমিটি গঠন করা হবে।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত