মৌলভীবাজারে জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভা অনুষ্ঠিত

594

Published on মার্চ 15, 2022
  • Details Image

মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের উদ্যোগে তৃণমূলের নেতাকর্মীদের নিয়ে প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মৌলভীবাজার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সকাল থেকে শুরু হয়ে প্রতিনিধি সভা চলে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত।

জেলা আওয়ামী লীগের সভাপতি ও মৌলভীবাজার-৩ আসনের এমপি নেছার আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মিছবাহুর রহমানের পরিচালনায় প্রতিনিধি সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি। দেশে চলমান নানা উন্নয়ন ফিরিস্তির বর্ণনা দিয়ে তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন উন্নয়ন অগ্রযাত্রায় এগিয়ে চলছে। সমৃদ্ধ হচ্ছে। এ ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। আর এর অন্যতম শক্তি হলেন তৃণমূলের কর্মীরা।

বিশেষ অতিথির বক্তব্যে জাহাঙ্গীর কবির নানক বলেন, মার্চ মাস আমাদের জন্য পবিত্র মাস। একদিকে মার্চ মাস স্বাধীনতার মাস। বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের বক্তব্য। অন্যদিকে এই মাসই জাতির জনকের জন্ম মাস। এই মাসেই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে ঐক্যবদ্ধভাবে ভেদাভেদ ভুলে মাঠে কাজে নামতে হবে। শেখ হাসিনার নেতৃতে চলা নানা উন্নয়ন জনগণকে জানাতে হবে।

প্রধান বক্তার বক্তব্যে মাহবুল আলম হানিফ বলেন, নির্বাচন কমিশন নিয়ে নানা নাটক হচ্ছে। তিনি বলেন, এসব করে কোনো লাভ নেই। যথা সময়েই নির্বাচন হবে। বিশেষ অতিথির বক্তব্যে আহমদ হোসেন বলেন, না পাওয়ার বেদনা ভুলতে হবে। এখন বাড়িতে শান্তিতে ঘুমাতে পারছেন। প্রশাসন আপনাকে সম্মান দিচ্ছে। জামাত বিএনপি রাজাকাররা ক্ষমতায় থাকলে বাড়িতে কী ঘুমাতে পারতেন। তাই দ্বিধাদ্বন্দ্ব ভুলে দলের জন্য নিবেদিত হয়ে কাজ করতে হবে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়কমন্ত্রী মো. শাহাবউদ্দিন, উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সায়েম খান, কেন্দ্রীয় আওয়ামী লীগ সদস্য আজিজুস সামাদ আজাদ ডন, সৈয়দা জোহুরা আলাউদ্দিন এমপি প্রমুখ।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত