সুনামগঞ্জে আওয়ামী লীগের প্রতিনিধি সভা অনুষ্ঠিত

628

Published on মার্চ 15, 2022
  • Details Image

সুনামগঞ্জে নেতাকর্মীদের বিপুল উপস্তিতিতে জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ মার্চ, রবিবার বেলা সাড়ে ১১টায় জেলা শিল্পকলা একাডেমির হাছন রাজা মিলনায়তনে কুরআন তেলাওয়াত, গীতাপাঠ ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে সভার কাজ শুরু হয়। 

জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মতিউর রহমানের সভাপতিত্বে এবং জেলা সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম.এনামুল কবির ইমন এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নূরুল ইসলাম নাহিদ। 

সভায় বক্তব্য রাখবেন প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, পরিকল্পনা মন্ত্রী এম.এ মান্নান এমপি, কেন্দ্রীয় সদস্য আজিজুস সামাদ ডন, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান, কেন্দ্রীয় সদস্য মুশফিকুর রহমান চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুহিবুর রহমান মানিক এমপি, সিলেট সুনামগঞ্জ সংরক্ষিত আসনের এমপি এডভোকেট শামীমা আক্তার খানম, জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, মোয়াজ্জেম হোসেন রতন এমপি ও সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখতসহ স্থানীয় উপজেলা চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান, পৌরসভা, থানা ও ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সুনামগঞ্জ আওয়ামী লীগের ১২ উপজেলা ও ৪ পৌরসভা শাখার সম্মেলন সম্পন্ন করার জন্য তারিখ নির্ধারন করে দেন। 

Live TV

আপনার জন্য প্রস্তাবিত