1121
Published on মার্চ 15, 2022পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ মার্চ) দুপুরে পৌর শহরের মহিউদ্দিন আহম্মেদ মহিলা ডিগ্রি কলেজ অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা এ কে এম এ আউয়াল।
সভায় উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. রফিউদ্দিন আহম্মেদ ফেরদৌসের সভাপতিত্বে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট কানাইলাল বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আজিজুল হক সেলিম মাতুব্বর।
এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মহারাজ, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা একেএম সেলিম মিয়া, সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আশরাফুর রহমান, মঠবাড়িয়া উপজেলা চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা এমাদুল হক খান, মো. আরিফ উল হক, পৌর আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন প্রমুখ।
অনুষ্ঠানের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ কে এম এ আউয়াল মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দকে একত্রিত হয়ে আওয়ামী লীগকে সংগঠিত হওয়ার জন্য গুরুত্ব আরোপ করেন, তিনি বলেন আমাদের নেত্রী তার অক্লান্ত পরিশ্রমে আজকে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে কাজেই আমাদেরকে একত্রিত হয়ে আওয়ামী লীগকে সুসংগঠিত করে জননেত্রীর হাতকে শক্তিশালী করতে হবে, পাকিস্তানি দালাল স্বাধীনতা বিরোধীদের প্রতিরোধ করতে হবে, তিনি আরো বলেন অতি শীঘ্রই মঠবাড়িয়া আওয়ামী লীগের সম্মেলন সম্পন্ন করার জন্য গুরুত্ব আরোপ করে।
তিনি সকল ইউনিটের সভাপতি সাধারণ সম্পাদক এর থেকে সাংগঠনিক রিপোর্ট শোনেন এবং ওয়ার্ড, ইউনিয়ন সম্মেলন করে নতুন কমিটি করার জন্য দায়িত্বপ্রাপ্ত নেতাদেরকে দায়িত্ব প্রদান করেন।
বিশেষ অতিথি এডভোকেট কানাইলাল বিশ্বাস বলেন সকলকে ঐক্যবদ্ধ হয়ে আমাদের দলের জন্য কাজ করতে হবে জননেত্রী সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে, এবং কেন্দ্রের নির্দেশনায় অতি শীঘ্রই মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, মঠবাড়িয়া পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, নির্বাচিত উপজেলা চেয়ারম্যান, উপজেলা ভাইস চেয়ারম্যান এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গন উপস্থিত ছিলেন।