দেশে শতভাগ বিদ্যুতায়ন সম্পন্ন হচ্ছে ২১শে মার্চ

1164

Published on মার্চ 14, 2022
  • Details Image

আগামী ২১শে মার্চ পায়রা কয়লা বিদ্যুৎকেন্দ্র স্বশরীরে উদ্বোধনের মাধ্যমে শতভাগ বিদ্যুতায়নের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ সোমবার দুপুরে বিদ্যুৎ ভবনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

তিনি জানান, এরই মধ্যে দেশের সব চর ও দুর্গম এলাকায় বিদ্যুৎ পৌঁছে দিয়েছে সরকার। নতুন কোল পাওয়ার বিদ্যুৎকেন্দ্রের মাধ্যমে সুপার ক্রিটিক্যাল প্রযুক্তিতে শতভাগ দূষণমুক্ত কয়লা বিদ্যুৎকেন্দ্রের সূচনাও করতে যাচ্ছে বাংলাদেশ।

নসরুল হামিদ আরও বলেন, মুজিব শতবর্ষ পালন উপলক্ষে সরকার সারা দেশে শতভাগ বিদ্যুতায়নের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল। ২১শে মার্চ সেই লক্ষ্য পূরণ হতে যাচ্ছে। সেদিন দেশের শতভাগ স্থান ও মানুষ বিদ্যুতের আওতায় আসবে।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত