786
Published on মার্চ 14, 2022আজ (১৪ মার্চ) রাজধানীর একটি হোটেলে ভারতীয় জনতা পার্টি- বিজেপি'র বৈদেশিক বিষয়ক বিভাগের ইনচার্জ ডক্টর বিজয় মুরলীধর চাতওয়ালার সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। বৈঠকে সফররত নেতার সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী ও কমিশনের উর্ধ্বতন-কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এই বৈঠকে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে দলটির সাধারন সম্পাদক ওবায়দুল কাদের, প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী এমপি, প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ ও দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া উপস্থিত ছিলেন।
বৈঠকে উপস্থিত হওয়ার আগে ধানমন্ডি ৩২ নাম্বারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিজেপির এই নেতা।
বৈঠকে আওয়ামী লীগ ও বিজেপি'র মধ্যে সম্পর্ক উন্নয়নে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন দুই দলের নেতারা। এ সময় করোনা মোকাবেলায় বাংলাদেশ ও শেখ হাসিনা সরকারের উচ্ছ্বসিত প্রসংশা করেন বিজেপি এই নেতা। তিনি বলেন, মোদী সরকারের সাথে আওয়ামী লীগের সম্পর্ক গত এক দশকে অনেক বৃদ্ধি পেয়েছে, আমাদের এই বন্ধুত্ব ভবিষৎ এ আরো সুদৃঢ হবে। বিজেপি নেতা এসময় আওয়ামী লীগের সর্বাঙ্গিন সফলতা কামনা করেন।
বৈঠকে দুই দলের মধ্যে রাজনৈতিক সম্পর্ক সুদৃঢ করতে দলদুটির বিভিন্ন পর্যায়ের নেতাদের সাথে মতবিনিময় করার প্রস্তাব দেন বিজেবি নেতা। এছাড়া দলের নারী নেতৃত্বদের মধ্যে সম্পর্ক উন্নয়নে খুব শিঘ্রই মতবিনিময় সভা আয়োজনেরও তাগিদ দেন দুই দলের উপস্থিত নেতারা। এছাড়া বাংলাদেশ ও ভারতের বিদ্যমান দ্বিপাক্ষিক সুসম্পর্ক ভবিষ্যতে আরো জোরদার হওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
বৈঠকে আওয়ামী সাধারন সম্পাদক বিজেপি নেতাকে জানান, অতীতে আওয়ামী লীগকে ভারত সফরের আমন্ত্রন জানানোর জন্য মোদী সরকারকে ধন্যবাদ জ্ঞ্যাপন করেন। বাংলাদেশ আওয়ামী লীগ থেকে দ্বিতিয়বারের মতো সরকার গঠনে মোদী সরকারকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয় বলেও উল্লেখ করেন ওবায়দুল কাদের। তিনি বলেন দু'দেশের সম্পর্ক ও বিজেপির সাথে আওয়ামী লীগের সম্পর্ক সবসময় অক্ষুণ্ণ থাকবে।
উল্লেখ্য, বিজেপি'র বৈদেশিক বিষয়ক বিভাগের ইনচার্জ ডক্টর বিজয় চাতওয়ালা গত ১৩ মার্চ রবিবার তিনদিনের সফরে বাংলাদেশে আসেন। হযরত শাহজালাল (রাঃ) আন্তর্জাতিক বিমানবন্দরে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ তাকে স্বাগত জানায়। আগামি ১৭ই মার্চ তিনদিনের সফর শেষে তিনি ভারতের উদ্দেশ্যে রওয়ানা দিবেন।