862
Published on মার্চ 13, 2022আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেছেন, গত ১৩ বছরে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে ব্যাপক উন্নয়ন দৃশ্যমান হয়েছে। আওয়ামী লীগ জনগণের দল।
রোববার (১৩ মার্চ) সকালে নওগাঁর মহাদেবপুর উপজেলা শাখা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন।
উপজেলার মহাদেবপুর মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই সম্মেলনে খায়রুজ্জামান লিটন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। কুচক্রী মহলের মিথ্যাচার ও ষড়যন্ত্রেও থামেনি দেশের উন্নয়ন। নিজেদের অর্থে আমরা পদ্মা সেতু নির্মাণ করেছি। এছাড়া মেট্রোরেল, যমুনা সেতুর রেল সংযোগ, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্র, এলএনজি টার্মিনাল নির্মাণ প্রকল্প, কয়লাভিত্তিক রামপাল বিদ্যুৎকেন্দ্র, পায়রা গভীর সমুদ্রবন্দর নির্মাণসহ ব্যাপক উন্নয়ন কাজ করছে সরকার।
তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিতে বঙ্গবন্ধুকন্যা নির্দেশ দিয়েছেন। এই বছরের মধ্যে সম্মেলনের মাধ্যমে সব ইউনিটের নেতৃত্ব নির্বাচন করে দলকে শক্তিশালী করতে হবে। সেই লক্ষ্যে সব বিভাগে সম্মেলন হচ্ছে। যারা মনে করছে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে হারিয়ে দেবে, তারা মুর্খের স্বর্গে বাস করছেন। এর কারণ জনগণ সুখে আছে। তার আর কখনো বাংলা ভাইয়ের যুগ, অন্ধকার যুগে ফিরে যেতে চায় না। আগামী নির্বাচনে সবাই আওয়ামী লীগকেই বিজয়ী করবে।
সম্মেলনে প্রধান বক্তা খাদ্যমন্ত্রী ও নওগাঁ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাধন চন্দ্র মজুমদার এমপি বলেন, আমরা সবাই বঙ্গবন্ধুর সৈনিক। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। তাই এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সব নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
সম্মেলনে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেনআওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সৈয়দ আব্দুল আউয়াল শামীম। মহাদেবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছলিম উদ্দিন তরফদার এমপির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহসান হাবিব ভোদনের সঞ্চালনায় সম্মেলনে উদ্বোধক ছিলেন নওগাঁ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক। এছাড়া নওগাঁ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুজ্জামান সরকার এমপিসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতারা এতে বক্তব্য রাখেন।
নতুন কমিটিতে নেতা হলেন যারা:
সম্মেলনের প্রথম অধিবেশনে মহাদেবপুর উপজেলা আওয়ামী লীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। দ্বিতীয় অধিবেশনে মহাদেবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদে পুনরায় ছলিম উদ্দিন তরফদার এমপি ও সাধারণ সম্পাদক পদে পুনরায় আহসান হাবিব ভোদন নবনির্বাচিত হন। নব-নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন খায়রুজ্জামান লিটন।