ফরিদপুর বোয়ালমারীতে স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

506

Published on মার্চ 12, 2022
  • Details Image

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়ন শাখার বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১মার্চ) উপজেলার সাতৈর ইউনিয়নের জয়নগর সরকারি প্রথমিক বিদ্যালয় প্রঙ্গানে বিকাল ৩ টায় এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব এবং উদ্বোধন করেন উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল সিকদার। ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো: আওয়াল হোসেনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন মুশা মিয়া।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাজান মৃধা পিকৃল, সাতৈর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আকবর হোসেন আকুল, সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদের সদস্য মোঃ জাহাঙ্গীর হোসেন, উপজেলা আওয়ামী লীগের তথ্য বিষয়ক সম্পাদক সৈয়দ শাহিদুর রহমান সজল, উপজেলা আওয়ামী লীগের সদস্য আ. ছত্তার বিশ্বাস এবং সাতৈর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাইফুল ইসলাম।

এছাড়া প্রধান বক্তা ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ ফয়সাল আহম্মেদ রবিন এবং বিশেষ বক্তা ছিলেন উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এস এম বাকের ইদ্রিস। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. রাহাদুল আখতার তপন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি এস এম মহাব্বত আলী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক আনিচুজ্জামান, সদস্য অলিয়ার রহমান, এ কে আজাদ মুক্ত প্রমুখ।

 

Live TV

আপনার জন্য প্রস্তাবিত