ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

1549

Published on মার্চ 10, 2022
  • Details Image
ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা জেলা পরিষদ মিলনায়তনে (বিডি হলে) অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী ও পানি সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রমেশ চন্দ্র সেন এমপি। সভায় বিশেষ অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ এমপি। সভায় প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক।
 
বিশেষ অতিথি ছিলেন সাবেক এমপি ও বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সদস্য হুসনে আরা লুৎফা ডালিয়া এবং সাবেক এমপি ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাড. সফুরা বেগম। 
 
জেলা আওয়ামী লীগের সভাপতি মুহা. সাদেক কুরাইশীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দীপক কুমার রায়ের সঞ্চালনায় বর্ধিত সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহবুবুর রহমান খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক আ.স. ম গোলাম ফারুক রুবেল, সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোস্তফিজুর রহমান রিপন, সদর উপজেলা চেয়ারম্যান ও সদর উপজেলা আ.লীগ সভাপতি অ্যাড. অরুনাংশু দত্ত টিটো, সাধারন সম্পাদক মোশারুল ইসলাম সরকার প্রমুখ।  
 
এ সময় জেলা আওয়ামী লীগ, সদর উপজেলা আ.লীগ, পৌর আওয়ামী লীগসহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

Live TV

আপনার জন্য প্রস্তাবিত