পঞ্চগড় সদর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

723

Published on মার্চ 9, 2022
  • Details Image

পঞ্চগড় সদর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে আমিরুল ইসলাম পুনরায় সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে কামরুজ্জামান শেখ মিলন বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার রাতে পঞ্চগড় সরকারী অডিটোরিয়ামে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন সফিক প্রধান অতিথি হিসেবে সকলের সম্মতিতে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও রেলমন্ত্রী এ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন এমপি, পঞ্চগড-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রিয় কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট হোসনে আরা ডালিয়া, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাটসহ জেলা-উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীসহ কাউন্সিলরবৃন্দ।

এর আগে দুপুরে সরকারি অডিটোরিয়াম চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে সদর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন রেলমন্ত্রী এ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগনিক সম্পাদক সাখাওয়াত হোসেন সফিক।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত