গাজীপুরের শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

1453

Published on মার্চ 9, 2022
  • Details Image

গাজীপুরের শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে হুমায়ুন কবির হিমুকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং হারুন-অর-রশিদ ফরিদকে সাধারণ সম্পাদক করা হয়েছে। 

মঙ্গলবার (০৮ মার্চ) সকাল ১০ টায় শ্রীপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সম্মেলনের প্রথম অধিবেশন শুরু হয় আর দুপুর ১টায় শ্রীপুরের ভাংনাহাটি গ্রিন ভিউ রিসোর্টে সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শুরু হয়। বিকাল সোয়া ৫টায় সম্মেলনের আনুষ্ঠানিকতা শেষ হয়।

প্রথম অধিবেশনে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, অমুক ভাই, তমুক ভাইয়ের স্লোগান না দিয়ে শেখ হাসিনা, বঙ্গবন্ধু এবং দলের স্লোগান দিতে হবে। আওয়ামী লীগে বিভক্তির সুযোগ নেই। ঐক্যের বিকল্প নেই। দলীয় কমান্ড অনুসরণ করে চলতে হবে।

সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে হুমায়ুন কবির হিমু এবং সাধারণ সম্পাদক হিসেবে অ্যাডভোকেট হারুন-অর-রশিদ ফরিদের নাম ঘোষণা করা হয়। গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক তাদের নাম ঘোষণা করেন।

উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির হিমুর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সাবেক বাণিজ্যমন্ত্রী লে. কর্নেল ফারুক খান এমপি।

সম্মেলনের উদ্বোধন করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। এতে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, জেলা পরিষদের চেয়ারম্যান ডাকসুর সাবেক ভিপি ও সাবেক এমপি আক্তারুজ্জামান, গাজীপুর-৪ আসনের এমপি সিমিন হোসেন রিমি, প্রধান বক্তার বক্তব্য দেন গাজীপুর-৩ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ।

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জামিল হোসেন দুর্জয়, শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শামসুল আলম প্রধান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শ্রীপুর পৌরসভার মেয়র আনিছুর রহমান, সদস্য আব্দুল জলিল ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন জর্জ প্রমুখ।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত