731
Published on মার্চ 9, 2022বরিশালের উজিরপুরে নবগঠিত উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষনার ৩ মাস পরে এই প্রথম বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষ্যে ৮ মার্চ মঙ্গলবার বিকাল ৩টায় উজিরপুর মহিলা কলেজ হলরুমে বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এ্যাডঃ তালুকদার মোঃ ইউনুস।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস.এম জামাল হোসেনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান খান, মহিলা সংরক্ষিত আসনের সংসদ সদস্য এ্যাডঃ সৈয়দা রুবিনা আক্তার মীরা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, সহ-সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, সহ-সভাপতি অশোক কুমার হাওলাদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক উত্তম কুমার হাওলাদারের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টুসহ ৭১ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটির নেতৃবৃন্দ।
এ ছাড়া আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহযোগী সংগঠনের সভাপতি-সম্পাদক, ইউনিয়ন কমিটির সভাপতি ও সম্পাদক প্রমূখ।
আলোচনা সভায় সকল নেতৃবৃন্দ একমত পোষণ করে বলেন, উপজেলার বিভিন্ন সহযোগী সংগঠন যাদের মেয়াদ দীর্ঘদিন আগেই শেষ হয়েছে তাদের নতুন কমিটি করার উপর জোর দেয়া হয়। এ ছাড়া সকল ওয়ার্ড ও ইউনিয়ন কমিটি নতুন করে ঢেলে সাজাতে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহিত হয়।