রাজশাহী মহানগর বোয়ালিয়া থানা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

596

Published on মার্চ 5, 2022
  • Details Image

রাজশাহী নগরীর বোয়ালিয়া (পূর্ব) থানা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাত্রি ৭টায় কুমারপাড়াস্থ মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মো: ডাবলু সরকার।

সভার পূর্বে মহান মুক্তিযুদ্ধের সকল শহীদ, রাজশাহী মহানগর আওয়ামী লীগ ও বোয়ালিয়া (পূর্ব) থানা আওয়ামী লীগের যে সকল নেতাকর্মী মৃত্যুবরণ করেছেন তাঁদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

সভায় বক্তারা বলেন, আমরা বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত জননেত্রী শেখ হাসিনা’র কর্মী। থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলনে সংগঠনের ত্যাগী কর্মী, যারা দুর্দিনে সংগঠনে অবদান রেখেছে, করোনা মহামারীকালে যারা মানুষের পাশে দাঁড়িয়েছে তাদেরকেই নেতৃত্বে আনা হবে।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল, সৈয়দ শাহাদত হোসেন, রেজাউল ইসলাম বাবুল, সাংগঠনিক সম্পাদক এ্যাড. আসলাম সরকার, মীর ইসতিয়াক আহমেদ লিমন, উপ-দপ্তর সম্পাদক পংকজ দে। উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সহ-সভাপতি ডাঃ তবিবুর রহমান শেখ, কৃষি বিষয়ক সম্পাদক মীর তৌফিক আলী ভাদু, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রবিউল আলম রবি, যুব ও ক্রীড়া সম্পাদক মকিদুজ্জামান জুরাত, উপ-প্রচার সম্পাদক সিদ্দিক আলম, সদস্য আশরাফ উদ্দিন খান, ইসমাইল হোসেন, শামীমা আখতারী, জয়নাল আবেদীন চাঁদ, ইউনুস আলী। সভাপতিত্ব করেন বোয়ালিয়া (পূর্ব) থানা আওয়ামী লীগ সভাপতি আতিকুর রহমান কালু। সঞ্চালনা করেন বোয়ালিয়া (পূর্ব) থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ। এছাড়াও বোয়ালিয়া (পূর্ব) থানা আওয়ামী লীগের অন্তর্গত সকল ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন। 

Live TV

আপনার জন্য প্রস্তাবিত