681
Published on মার্চ 5, 2022রাজপাড়া থানা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০২ মার্চ) সন্ধ্যা ৭টায় নগরীর প্রাইমারি টিচার্স ট্রেনিং ইন্সটিটিউটে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ডাবলু সরকার। বৃহস্পতিবার (০৩) রাতে রাজশাহী মহানগর আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক পংকজ দে স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সভায় বক্তারা বলেন, আমরা বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত জননেত্রী শেখ হাসিনা’র কর্মী। থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলনে সংগঠনের ত্যাগী কর্মী, যারা দুর্দিনে সংগঠনে অবদান রেখেছ। করোনা মহামারীকালে যারা মানুষের পাশে দাঁড়িয়েছে তাদেরকেই নেতৃত্বে আনা হবে।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, রেজাউল ইসলাম বাবুল, যুগ্ম সম্পাদক মোস্তাক হোসেন, সাংগঠনিক সম্পাদক অ্যাড. আসলাম সরকার, মীর ইসতিয়াক আহমেদ লিমন, কৃষি বিষয়ক সম্পাদক মীর তৌফিক আলী ভাদু, শিক্ষা বিষয়ক সম্পাদক আনসারুল হক, যুব ও ক্রীড়া সম্পাদক মকিদুজ্জামান জুরাত, উপ-দপ্তর সম্পাদক পংকজ দে, উপ-প্রচার সম্পাদক সিদ্দিক আলম, সদস্য শাহাব উদ্দিন, খায়রুল বাশার শাহীন। সভাপতিত্ব করেন রাজপাড়া থানা আওয়ামী লীগ সভাপতি হাফিজুর রহমান বাবু। সঞ্চালনা করেন রাজপাড়া থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শেখ আনসারুল হক খিচ্চু।