570
Published on মার্চ 5, 2022বৃহস্পতিবার বগুড়ার গাবতলী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এক বিশেষ বর্ধিত সভা দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের নব-নির্বাচিত সভাপতি মোস্তফা আব্দুর রাজ্জাক মিলুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এ আই ফয়সাল খান জনির পরিচালনায় এতে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন জেলা আ’লীগের সহ-সভাপতি টিএম মুসা পেস্তা, সদস্য আলমগীর রহমান এবং এ্যাড. শফিকুল ইসলাম নাফরু।
আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ধন্য গোপাল সিংহ, সাবেক যুগ্ম সম্পাদক মিজানুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জুয়েল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিলু, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রেকসেনা আকতার, সাধারণ সম্পাদিকা নাজমা আকতার, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনারুল ইসলাম ধলু, শফি আহম্মেদ স্বপন, নজরুল ইসলাম বাদশা, ইউনুছ আলী ফকির, সিরাজুল ইসলাম, হাফিজার রহমান টোনা, শফিকুল ইসলাম পুটু, আজিজার রহমান, নিলাদ্রী শেখর সিংহ বিটু, কাজী আনোয়ারুল ইসলাম টিটু, শফিকুল ইসলাম চুননু, ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, শামীম আহম্মেদ, তারাজুল ইসলাম, সেকেন্দার আলী, শাহ নেওয়াজ জ্যাকি, উজ্জল হোসেন, আ: রহিম মোল্লা, আব্দুর রাজ্জাক, রেজাউল করিম রানা, আ: করিম প্রমুখ।
সভায় বক্তারা ৭ই মার্চ, ১৭ই মার্চ, ২৫শে মার্চ এবং ২৬শে মার্চ এর উপর বিশদভাবে আলোচনা করেন এবং ওই দিবসগুলো যথাযথভাবে পালনের লক্ষে বিভিন্ন সিদ্ধান্ত গৃহিত হয়।