সিলেট জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

645

Published on মার্চ 5, 2022
  • Details Image

জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমদ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম. লিয়াকত আলী’র সঞ্চালনায় আজ বৃহস্পতিবার (০৩ মার্চ’২২) বিকেল ২ ঘটিকায় জৈন্তাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

সভায় সম্মাননীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমদ, এমপি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক দায়িত্ব প্রাপ্ত নেতা সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট মোঃ নিজাম উদ্দিন।

সভায় জৈন্তাপুর উপজেলার ৬টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের নিজ নিজ ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক লিখিত প্রতিবেদন উপস্থাপন করেন। এছাড়াও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকেও লিখিত সাংগঠনিক রিপোর্ট উপস্থাপন করা হয়।

পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে সভার কাজ শুরু হয়। সভায় সাম্প্রতিক সময়ে নিহত জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের স্মরণে শোক প্রকাশ করা হয়।

সভায় নিম্নলিখিত নির্দেশনা প্রদান করা হয়:

দলকে শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে আগামী ১ (এক) সপ্তাহের মধ্যে উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দের নিয়ে ৬টি সাংগঠনিক টিম গঠন করে ৬টি ইউনিয়নে সাংগঠনিক দায়িত্ব প্রদান করা।

আগামী ১ (এক) সপ্তাহের মধ্যে মেয়াদোত্তীর্ণ সকল ওয়ার্ড কমিটি গঠনের উদ্যোগ গ্রহণ করে প্রতিটি ইউনিয়নে রমজানের পূর্বে কমপক্ষে ৩টি করে ওয়ার্ডে এবং আগামী ঈদুল আজহার পূর্বে ইউনিয়ন সমূহের অবশিষ্ট ওয়ার্ডে আওয়ামী লীগের কমিটি গঠন সম্পন্ন করা।

ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে বাংলাদেশ আওয়ামী লীগের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের মেয়াদোত্তীর্ণ কমিটি গঠনের উদ্যোগ নেয়া। যেসব ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে অঙ্গ ও সহযোগী সংগঠনের কমিটি নেই সেখানে নতুন কমিটি গঠন করা।

সভায় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাজনীন হোসেন, আইন সম্পাদক এড. আজমল আলী, দপ্তর সম্পাদক আখতারুজ্জামান চৌধুরী জগলু, প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট মোহাম্মদ আব্বাছ উদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক শামসুল আলম সেলিম, উপ-দফতর সম্পাদক মো: মজির উদ্দিন, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য শাহাদাৎ রহিম, এম কে শাফি চৌধুরী এলিম, এড. ফখরুল ইসলাম, গোলাপ মিয়া প্রমুখ। এছাড়াও বর্ধিত সভায় জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকবৃন্দ, ৬টি ইউনিয়নের ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকবৃন্দ ও বিভিন্ন ওয়ার্ডের ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত