901
Published on ফেব্রুয়ারি 28, 2022বাংলাদেশ আওয়ামী লীগ-দূর্গাপুর উপজেলা শাখার ১২ মার্চ-২০২২ আসন্ন ত্রি-বার্ষিক সন্মেলনকে সামনে রেখে এবং ১২ মার্চের পূর্বেই রাজশাহীর দূর্গাপুর উপজেলাধীন দূর্গাপুর পৌর, নওপাড়া ইউনিয়ন, পানানগর ইউনিয়ন ও জয়নগর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সন্মেলনকে সামনে রেখে দূর্গাপুর মহিলা ডিগ্রী কলেজ ভবনের চতুর্থ তলায় দূর্গাপুর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা রেখেছেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সাংসদ আলহাজ্ব মোঃ আব্দুল ওয়াদুদ দারা।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে মূল্যবান বক্তৃতা রেখেছেন রাজশাহী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জননেতা আলহাজ্ব মোঃ আয়েন উদ্দিন এমপি, বিশেষ অতিথি এবং সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা আ.খ.ম মোঃ মনিরুল আলম হিরু মাষ্টার, রাজশাহী জেলা আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মান্নান ফিরোজ, রাজশাহী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দূর্গাপুর উপজেলা আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত রাজশাহী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক টিমের সমন্বয়ক সাবেক পিপি এ্যাড. মোঃ ইব্রাহিম হোসেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বাগমারা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জাকিরুল ইসলাম সান্টু,রাজশাহী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড. মোঃ আব্দুস সামাদ, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আলফোর রহমান, রাজশাহী জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক প্রদ্যুৎ কুমার সরকার, রাজশাহী জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ মোঃ মোজাম্মেল হক, রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্যবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আ.ন.ম অধ্যক্ষ(অবঃ) মোঃ মনিরুল ইসলাম তাজুল, এ.কে.এম শামসুল ইসলাম, মোঃ আব্দুর রাজ্জাক এবং মোঃ বদরুল ইসলাম তাপস।
এছাড়াও বর্ধিত সভায় উপস্থিত ছিলেন দূর্গাপুর উপজেলা, পৌর, ইউনিয়ন এবং ওয়ার্ড আওয়ামী লীগ সহ উপজেলাধীন সহযোগী ও ভাতৃপ্রতীম সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ।
অত্র বর্ধিত সভায় সভাপতিত্ব করেন দূর্গাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম এবং পরিচালনা করেন দূর্গাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন সহ উপস্থিত ছিলেন উপজেলা আ,লীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ প্রমুখ।