ফরিদপুরের বোয়ালমারীতে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

617

Published on ফেব্রুয়ারি 27, 2022
  • Details Image

ফরিদপুরের বোয়ালমারীতে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আসন্ন সম্মেলন উপলক্ষে এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে অনুষ্ঠিত বর্ধিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল সিকদার।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি এস এম মহাব্বত, সহ সভাপতি আব্দুল গফফার মোল্যা, মো. চুন্নু বিশ্বাস, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল মিনা, মুক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক মনজুর হোসেন তুষার, প্রচার সম্পাদক মো. আনিচুজ্জামান, সদস্য মো. আসাদুজ্জামান, সাতৈর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাইফুর রহমান, শেখর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল ইসলাম ভূইয়া, রূপাপাত ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাবলু মিয়া প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এস এম বাকের ইদ্রিস।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত