1133
Published on ফেব্রুয়ারি 27, 2022নওগাঁর মহাদেবপুরে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ১৩ মার্চ উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন সফল করতে গত শুক্রবার বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই বর্ধিত সভার আয়োজন করা হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নওগাঁ-৩ আসনের এমপি আলহাজ্ব ছলিম উদ্দিন তরফদার সেলিম এতে সভাপতিত্ব করেন। নওগাঁ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ বাদল ও জাভেদ জাহাঙ্গীর সোহেল এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, সহ-সভাপতি গোলাম নুরানী আলাল, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম তোতা, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন মন্ডল, ডা: মজিবর রহমান, ইঞ্জিনিয়ার রাহেনুল হক লুসা, সদর ইউপি চেয়ারম্যান সাঈদ হাসান তরফদার শাকিল, সফাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ ময়নুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তনু কুমার দেব প্রমুখ।
সভায় উপজেলার ১০ ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা লীগ, যুব মহিলা লীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।