1077
Published on ফেব্রুয়ারি 27, 2022সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ মোতালেব সিআইপির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। ২৬ ফ্রেবুয়ারি শনিবার একটি স্থানীয় কমিউনিটি সেন্টারে এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় অনতিবিলম্বে পৌরসভা সহ সাতকানিয়ার বিভিন্ন ইউনিয়নের সম্মেলন সম্পন্ন করার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন এবং ২৬ মার্চ স্বাধীনতা দিবস কে কেন্দ্র করে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজন এর সিদ্ধান্ত গৃহীত হয়। বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে বিভিন্ন ইউনিয়নে বিদ্রোহী প্রার্থীর কারনে দলীয় নেতা কর্মীদের মাঝে যে বিভেদ তৈরি তার নিরসন করার জন্য ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদককে নির্দেশ প্রদান করা হয়। যেসমস্ত নেতা কর্মী প্রত্যক্ষ ভাবে দলীয় প্রার্থীর বিরোধিতা করে নৌকাকে পরাজিত করতে ভুমিকা রেখেছেন তদন্ত স্বাপেক্ষে তাঁদের বিরুদ্ধে যথাযথ সাংগঠনিক ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আহমদ সাইফুদ্দিন সিদ্দিককে প্রধান করে বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংগঠিত বিভিন্ন সহিংসতায় জড়িতদের চিহ্নিত করা ও দলীয় শৃঙ্খলা ভঙ্গকারীদের চিহ্নিত করার জন্য ৭ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করার সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় উপস্থিত ছিলেন-সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আহমদ সাইফুদ্দিন সিদ্দিক, হাজী দেলোয়ার হোসেন, অ্যাডভোকেট প্রদীপ কুমার চৌধুরী, সাতকানিয়া পৌরসভা মেয়র মোহাম্মদ জোবায়ের, আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।