লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

584

Published on ফেব্রুয়ারি 27, 2022
  • Details Image

লক্ষ্মীপুরে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভা ও সদস্য সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে জেলা আ’লীগ কার্যালয়ে এ বর্ধিত সভার আয়োজন করে জেলা স্বেচ্ছাসেবক লীগ। এতে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন।

জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বেলায়েত হোসেন বেলালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা অধ্যাপক শহিদুল ইসলাম, সহ-সভাপতি ফারুক আমজাদ খান, উপ-ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক, মূর্তুজা হায়দার শরীফ, কার্যনির্বাহী সদস্য আবু জাফর, রফিকুল হায়দার ভুঁইয়া, জাতীয় পরিষদ সদস্য এডভোকেট এ.কে.এম শরীফ উদ্দিন।

জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাহবুব ইমতিয়াজের সঞ্চালনায় সভায় জেলার বিভিন্ন উপজেলার স্বেচ্ছাসেবকলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, লক্ষ্মীপুর জেলার বিভিন্ন উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনকে ঘিরে এই বর্ধিত সভার আয়োজন করা হয়।

 

Live TV

আপনার জন্য প্রস্তাবিত