856
Published on ফেব্রুয়ারি 27, 2022কেন্দ্রিয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেছেন, বিএনপি জনগণকে ভয়পায় বলে তারা নির্বাচনে আসতে চায় না। তিনি সরকারের ব্যাপক উন্নয়নের কথা উল্লেখ করে বলেন, শেখ হাসিনা দেশে ৫৫১ টি আধুনিক মসজিদ, গরীব অসহায়দের ঘর ও বাসস্থানসহ করোনায়ার মধ্য ব্যাপক অনুদান দিয়েছেন। সেজন্য শেখ হাসিনার কোন বিকল্প নেই। শেখ হাসিনার বিকল্প শুধু শেখ হাসিনাই।
বগুড়ার গাবতলী বিএনপির এলাকা হলেই যে জনগণকে বিএনপি করতে হবে, তা নয়। গাবতলী আওয়ামী লীগ এখন অনেক শক্তিশালি সংগঠন।
তিনি গাবতলীতে আওয়ামী লীগকে শক্তিশালি ও সু-সংগঠিত করতে সকল নেতাকর্মীকে একজোটে কাজ করার আহ্বান জানান।
রবিবার বগুড়ার গাবতলী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
গাবতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) আব্দুস সালাম ভুলনের সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন, বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মুজিবুর রহমান মজনু, বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য মোঃ সৈয়দ আব্দুল আউয়াল শামীম।
প্রধান বক্তা ছিলেন বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রাগেবুল আহসান রিপু। গাবতরী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তফা আব্দুর রাজ্জাক মিলুর সঞ্চালনায় সম্মেলনে আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি টিএম মুসা পেস্তা, মকবুল হোসেন মুকুল, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমান দুলু, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুন, এ্যাড. জাকির হোসেন নবাব, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুলতান মাহমুদ খান রনি, গাবতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফি নেওয়াজ খান রবিনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।