গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

755

Published on ফেব্রুয়ারি 26, 2022
  • Details Image
আগামী ১৪ মার্চ ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিলকে সামনে রেখে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
 
ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান জিএম সেলিম পারভেজের সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিনের সঞ্চালনায় বর্ধিত সভায় বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নয়া মিয়া ও মোকলেছুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ও ফিরোজ কবির সাকা, সাংগঠনিক সম্পাদক এসএম জাভেদ ও জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক সুমন মিয়া, তথ্য ও গবেষণা সম্পাদক হাফিজুর রহমান, কোষাধ্যক্ষ টিটু মিয়া,  প্রচার ও প্রকাশনা সম্পাদক রাসেল বিন ওয়াহেদ ফিরোজ, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক ও উড়িয়া ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা কামাল পাশা, কঞ্চিপাড়া ইউপি চেয়ারম্যান সোহেল রানা শালুসহ ফুলছড়ি উপজেলার ৭টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকবৃন্দ।
 

Live TV

আপনার জন্য প্রস্তাবিত